পূর্ব ইউরোপের দেশ ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের কবলে পড়ে আরও দুই সাংবাদিক নিহত হয়েছেন। তারা দুই জনই যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-ভিত্তিক সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাংবাদিক। এ নিয়ে গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানে এখন পর্যন্ত ৫ সাংবাদিক নিহতের খবর পাওয়া গেল।
ইউক্রেনে আরও দুই সাংবাদিক নিহত
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ফক্স নিউজের নিহত ওই দুই সাংবাদিক হলেন— পিয়েরে জাকরজেউস্কি (৫৫) এবং ওলেক্সান্দ্রা কুভশিনোভা (২৪)। ইউক্রেনের রাজধানী কিয়েভে দায়িত্ব পালনকালে তাদের বহনকারী গাড়িতে গোলা আঘাত হানে এতে তারা মারা যান। এ সময় ৩৯ বছর বয়সী বেঞ্জামিন হল নামে তাদের এক সহকর্মী আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফক্স নিউজ কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে জাকরজেউস্কি ছিলেন যুদ্ধক্ষেত্রের ফটোগ্রাফার। এর আগে যুদ্ধবিধ্বস্ত ইরাক, আফগানিস্তান ও সিরিয়ায় কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা ছিল তার।
ইউক্রেনে যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা
এদিকে, বার্তা সংস্থা রয়টার্স বুধবার, ১৬ মার্চ জানিয়েছে, চলমান রুশ আগ্রাসনে অলেক্সান্দ্রা সাশা কুভশিনোভা নামে আরও এক ইউক্রেনীয় সাংবাদিক নিহত হয়েছেন। তার আগে গত ১৩ মার্চ ইউক্রেনে দ্য নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ব্রেন্ট রেনডের নিহত হন। এ ছাড়া গত ১ মার্চ কিয়েভ টেলিভিশন টাওয়ারে হামলা চালায় রুশ বাহিনী। এতে ইউক্রেনীয় ক্যামেরাম্যান ইয়েভেনিই সাকুন নিহত হন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।