আমাজন বিশ্বের সবচেয়ে বড় গভীর অরণ্য। কিন্ত দিন দিন বন নিধন করা হচ্ছে। আমাজনে অরণ্য নিধন, লগিং, অবৈধ খনন নিয়ে সাম্প্রতিক সময়ে তোলপাড় হচ্ছে গোটা বিশ্বে। অথচ তা নিয়ে খুব একটা মাথাব্যথা নেই ব্রাজিলিয়ান প্রশাসনের। উল্টে অরণ্য নিধনে প্রচ্ছন্ন মদতও রয়েছে দেশটির প্রেসিডেন্টের। খবর মঙ্গবে

rilcelia akai in brasíliaপ্রযুক্তির সাহায্যে বন নিধন আটকাচ্ছে আমাজনের ৩ তরুণী, ফাইল ছবি

এবার অরণ্য নিধন আটকাতে এবং নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে প্রযুক্তির শরণাপন্ন হয়েছেন ব্রাজিলের পারা প্রদেশের মুন্ডুরুকু উপজাতির নারীরা। ড্রোন ক্যামেরা, সিসিটিভি মোবাইল নেটওয়ার্ক এবং সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করেই তারা লড়াই করছেন অবৈধ অনুপ্রবেশকারীদের সঙ্গে।

এই উদ্যোগের পেছনে রয়েছেন মুন্ডুরুকু জনগোষ্ঠীর তিন তরুণী, আলদিকা আকাই, বেকা মুন্ডুরুকু এবং রিলসেলিয়া আকাই। মূলত আলদিকার হাত ধরেই ব্রাজিলের এই গহীন অরণ্যে প্রযুক্তি এসে পৌঁছায় ২০১৯ সাল নাগাদ। শহরাঞ্চলে পড়াশোনার জন্য দীর্ঘদিন কাটানোর সময়ই প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে উঠেছিলেন আলদিকা। তবে জীবিকা নির্বাহের জন্য শহরে না থেকে ফের অরণ্যেই ফিরে আসেন তিনি। শুরু হয় অবৈধ অরণ্য নিধনের বিরুদ্ধে লড়াই।

amazon forestআমাজন বন, ফাইল ছবি

প্রাচীন জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত অরণ্যজুড়েই আলদিকা বিছিয়ে রেখেছেন সিসিটিভি ক্যামেরার জাল। সেইসঙ্গে রয়েছে ড্রোনের ব্যবস্থাও। সেই ক্যামেরাবন্দি ছবি এবং ভিডিওই সরাসরি আলদিকারা প্রকাশ করেন ইনস্টাগ্রামসহ একাধিক সোশ্যাল মিডিয়ায়। এর মাধ্যমে তারা অনুপ্রবেশকারীদের সঙ্গে সংঘর্ষে জড়ান না বরং বিশ্বের বিভিন্ন প্রান্তের পরিবেশকর্মী এবং ক্ষমতাশালী ব্যক্তিত্বদের দৃষ্টি আকর্ষণ করেন। তাদের এই প্রকল্প যথেষ্ট সাফল্যও পেয়েছে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.