বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৯৯৯ সালে বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের ১২তম সভায় গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকায় ২৩২ একর জমিতে হাইটেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকার ২০১০ সালে বঙ্গবন্ধু হাইটেক সিটি প্রতিষ্ঠা করে। উদ্দেশ্য ছিল আইটি সেক্টরে ব্যাপক কর্মসংস্থানের মাধ্যমে আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জন করা।

bangabandhu hi tech cityহাইটেক সিটির ভিউ- ফাইল ছবি

প্রতিষ্ঠার এত বছর পরও আশানুরূপ সাফল্য পায়নি বঙ্গবন্ধু হাইটেক সিটি। ২০১৭-১৮ সালেই পূর্ণতা পাওয়ার কথা ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ।

শুক্রবার কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটিতে অস্থায়ী হিকভিশন সিকিউরিটি ক্যামেরা অ্যসেম্বিলি প্লান্ট উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ২০১৭-১৮ সালে পূর্ণতা পাওয়ার আশা করা হলেও তা ২০২২ সালে হয়নি। এজন্য ব্যবস্থানার পাশপাশি আশানুরূপ বিনিয়োগ না আসাকেই দায়ী করেন তিনি ।

hi tech gবঙ্গবন্ধু হাইটেক সিটি - ফাইল ছবি

তবে আশার কথা শুনিয়েছেন বিকর্ণ কুমার ঘোষ, ‘খুব শীঘ্রই বিদেশি আয়ের সবথেকে বড় উৎস হবে দেশের আইসিটি খাত। কোভিড আমাদের কিছুটা পিছিয়ে দিলেও এখন খুব দ্রুত গতিতে এগিয়ে চলছি। 

হাইটেক সিটির দেওয়া তথ্য বলছে, ৭৯টি দেশি-বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠান এই সিটিতে কাজ করছে। এর মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান ১২০.৭৬ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে।

hi techকালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক সিটি -ফাইল ছবি

দেশি-বিদেশি ৪০টি বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দেওয়া হয়েছে। এসব বিনিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি প্রতিষ্ঠান তাদের অবকাঠামো নির্মাণের কাজ শুরু করেছে। এছাড়া অন্যান্য প্রতিষ্ঠান দ্রুতই অবকাঠামো নির্মাণের কাজ শুরু করবে, এমনটাই জানিয়েছে বঙ্গবন্ধু হাইটেক সিটি কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে ২৩২ একর জমি বরাদ্দ ছিল। পরবর্তীতে সরকার আরও ৯৭ একর জমি বরাদ্দ দিয়েছে। বর্তমানে বঙ্গবন্ধু হাইটেক সিটির মোট জমির পরিমাণ ৩৫৫ একর।

বিশাল এই হাইটেক সিটিতে ইতোমধ্যে ৪৬০ জনের কর্মসংস্থান হয়েছে। ২০২৫ সাল নাগাদ এ সিটিতে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ১২৬৪.৮৪ মিলিয়ন মার্কিন ডলার। ধারণা করা হচ্ছে এখানে ৪১ হাজার ২৬৯ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.