দেশের ৭৭টি স্টেশনে আজ শনিবার (২৬ মার্চ) থেকে আবারও অনলাইনে টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। তবে এবার অ্যাপ থেকে নয়, নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে এ টিকিট কেনা যাবে। এক্ষেত্রে ওয়েবসাইটে ঢুকে প্রথমেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর কয়েকটি ধাপ সম্পন্ন করে যাত্রীরা টিকিট কিনতে পারবেন। দেশের সকল স্টেশনের কাউন্টারেও টিকিট পাওয়া যাবে।

online train setঅনলাইনে ট্রেনের টিকিট -ফাইল ছবি

রেজিস্ট্রেশন করবেন যেভাবে: প্রথমে eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ‘Registration’ মেনুতে ক্লিক করলে ‘Create an Account’ নামে নতুন একটি পেজ আসবে।

এ পেজে থাকা বিভিন্ন ফিল্ড প্রয়োজনীয় সব তথ্যাদি দিয়ে পূরণ করতে হবে। এরপর ‘Register’ অপশনে ক্লিক করতে হবে। সব তথ্য সঠিক থাকলে ‘Registration Successful’ ম্যাসেজ আসবে। তাৎক্ষণিকভাবে রেজিস্ট্রেশনের সময় আপনার দেওয়া ইমেইলে এড্রেসে বাংলাদেশ রেলওয়ে থেকে একটি ইমেইল পাঠানো হবে। সেখানে থাকা ভেরিফিকেশন সম্বলিত লিংকটিতে ক্লিক করলেই নিবন্ধন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে।

online train ticketওয়েবসাইটের ট্রেনের টিকিট -ফাইল ছবি

টিকিট কিনবেন যেভাবে: সফলভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পরই কেবল নির্দিষ্ট সময়ে ওয়েবসাইটে ঢুকে যাত্রীরা টিকিট কিনতে পারবেন। টিকিট কিনতে প্রথমে eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

এরপর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে ‘Log in’ এ ক্লিক করতে হবে। ‘Purchase ticket’ মেনুতে ক্লিক করলে আপনি টিকিটের জন্য প্রয়োজনীয় তথ্য জানতে চাওয়া হবে। যেমন কোন স্টেশন থেকে যাত্রা করবেন, কোন স্টেশনে যাবেন, ট্রেনের নাম, ভ্রমণের তারিখ, শ্রেণি (শোভন, এসি চেয়ার ও কেবিন), টিকিটের সংখ্যা ইত্যাদি তথ্য দিয়ে ফাঁকা ঘরগুলো পূরণ করতে হবে।

website train tricketট্রেনের টিকিট- ফাইল ছবি

এরপর ট্রেনের টিকিট বা আসন যদি ফাঁকা থাকে তবে ‘Registration Seat Available’ বলে জানানো হবে। একইসঙ্গে টিকিটের দামও জানিয়ে দেওয়া হবে। টিকিট কেনা নিশ্চিত করার জন্য ‘Purchase ticket’ অপশনে ক্লিক করতে হবে।

এরপর উল্লেখিত মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করলেই কিছুক্ষণের মধ্যে ইমেইলে (রেজিস্ট্রেশনের সময় দেওয়া) টিকিট পাঠিয়ে দেওয়া হবে।

পরবর্তীতে ইমেইলে পাঠানো টিকিটটি প্রিন্ট করে ছবি ও আইডি কার্ডসহ সংশ্লিষ্ট স্টেশনে গিয়ে যাত্রার আধাঘণ্টা আগে ছাপানো টিকিটটি সংগ্রহ করতে হবে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.