দুই বাংলাতেই তুমুল জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা মীর আফসার আলী। ‘মীরাক্কেলের মীর’ নামেই তিনি সর্বাধিক পরিচিত। কাজের ক্ষেত্র কলকাতা হলেও বাংলাদেশের মানুষ, বিশেষকরে তরুণরা তার ভীষণ ভক্ত। বর্তমানে বাংলাদেশে অবস্থান করা মীর সেটা ভালোই টের পাচ্ছেন। ভালোবাসা পেয়ে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের নাগরিকত্ব চাইলেন এই উপস্থাপক।

meer afsar aliমীর আফসার আলী

‘ফুডকা’ নামের একটি ফুড ভ্লগিং প্রজেক্টের অংশ হিসেবে দিনকয়েক আগে বাংলাদেশে এসেছেন মীর। রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নানা পদের খাবার খেয়েছেন। এখন আছেন কক্সবাজারে। যখনই রাস্তায় বেরুচ্ছেন, তাকে ঘিরে ধরছে তরুণরা। সেলফি তুলছে, অটোগ্রাফ নিচ্ছে, কথা বলার চেষ্টা করছে। এসবে অভিভূত মীর আফসার আলী।

একটি টেলিভিশন সাক্ষাৎকারে মীর বলেন, বাংলাদেশের মানুষ আমাকে এতটা ভালোবাসে, যা আমার কাছে রীতিমতো অবিশ্বাস্য। ঢাকায় আসার প্রথম তিন দিনে তিন শতাধিক নিমন্ত্রণ পেয়েছি। শুধু কি মানুষের ভালোবাসা, এখানকার খাবার-দাবারও অসাধারণ। এই ভালোবাসা ছেড়ে যেতে চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি নাগরিকত্ব দেন, তাহলে এখানেই থেকে যাবো।