আপনি পড়ছেন

সৌদি আরবে পবিত্র হজব্রত পালন করতে গিয়ে ভিক্ষা করছিলেন এক বাংলাদেশি। ভিসার শর্ত লংঘন করে এমন কাজ করায় তাকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। গত ২২ জুন মদিনায় এই ঘটনা ঘটে। ওই হজযাত্রীর নাম মো. মতিয়ার রহমান। তার বাড়ি মেহেরপুরের গাংনীতে। আজ রোববার (২৬ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত ওয়েবসাইট বিষয়টি নিশ্চিত করেছে।

hajj 30julyফাইল ছবি

ধানসিঁড়ি ট্রাভেলস এয়ার সার্ভিস নামের এজেন্সির মাধ্যমে সৌদি আরব গেছেন ওই হজযাত্রী। তাই ধর্ম মন্ত্রণালয় এজেন্সিটিকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। তদন্তে জানা গেছে, ওই হজযাত্রীকে গাইড করার মতো কোনো মোয়াজ্জেম ছিল না, যা এজেন্সিটির সুস্পষ্ট ব্যর্থতা। এ অবস্থায় কেন ধানসিঁড়ি ট্রাভেলসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

জানা যায়, ‘সৌদি আরবে এসে ব্যাগ ছিনতাই হয়ে গেছে’ বলে মদিনার রাস্তায় কাকুতি-মিনতি করে ভিক্ষা চাইছিলেন হজযাত্রী মতিয়ার রহমান। সেখানে টহলরত পুলিশ বিষয়টি খতিয়ে দেখার পর বেরিয়ে পড়ে আসল ঘটনা। এরপর তাকে গ্রেপ্তার করা হলে বাংলাদেশ হজ মিশনের একজন কর্মী মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসে।