মানসম্মত ইন-ফ্লাইট মিল ও কেবিন ড্রেসিং এর জন্য বাংলাদেশের বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি)-কে ‘এক্সিলেন্ট অন টাইম পারফর্মেন্স-২০১৬’ পুরস্কারের জন্য মনোনীত করেছে মালয়েশিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

bangladesh biman catering centre

মালয়েশিয়ান এয়ারলাইন্স ইন-ফ্লাইট অপারেশন্স বিভাগের প্রধান রহিমা ফারজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন। বিএফসিসি-র সহকারী ব্যবস্থাপক জনসংযোগ তাছমিন আকতার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এসব জানান।

আগামী ৬ এপ্রিল ২০১৭ জার্মানীর হামবুর্গ শহরে অনুষ্ঠিতব্য এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বিএফসিসিকে এ পুরস্কার দেওয়া হবে।

তাছমিন আকতার তার পাঠানো বার্তায় জানান, মানসম্মত খাবার ও কেবিন ড্রেসিং এর বিষয়ে বিএফসিসি ইতোমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিদেশী এয়ারলাইন্সগুলোর কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে। বাংলাদেশ বিমান ছাড়াও মালয়েশিয়ান এয়ারলাইন্স, ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্স, ড্রাগন এয়ার এবং টার্কিশ এয়ারলাইন্স বিএফসিসি থেকে খাবার নেয়।

bangladesh biman catering centre 01

এছাড়া আরো ১১টি বিদেশি এয়ারলাইন্সকে বিএফসিসি থেকে নিয়মিতভাবে কেবিন ড্রেসিং সেবা দেওয়া হয়। যাত্রীদের বিশেষায়িত খাবার চাহিদার কথা বিবেচনা করে বিএফসিসি সম্প্রতি ‘ডায়াবেটিক মিল এবং কিডস্ মিল’ চালু করেছে বলেও গণমাধ্যমে পাঠানো ওই বার্তায় জানানো হয়।