আপনি পড়ছেন

লাইলাতুল কদর আরবি শব্দ। লাইতুল মানে রাত, আর কদর মানে মর্যাদা। যেহেতু এ রাতে রাসুল (সা.) এর ওপর পবিত্র কোরআন নাজিল হয়েছে এবং এর মাধ্যমে রাসুল (সা.) এর নবুয়ত জীবনের সূচনা হয়েছে, তাই এ রাতকে লাইলাতুল কদর বা মর্যাদার রাত বলা হয়।

free arabian nights vector illustration

পবিত্র কোরআনে এ রাত সম্পর্কে বলা হয়েছে, ‘লাইলতুল কাদরি খাইরুমমিন আলফি শাহর। কদরের রাতের মর্যাদা হাজার রাতের চেয়েও বেশি।’ হাদিস শরিফে পাওয়া যায়, এ রাতের খোঁজে রাসুল (সা.) রমজানের শেষ দশ দিন ইতিকাফে মগ্ন থাকতেন।

রাসুল (সা.) পরিবারের লোকজনদের লাইলাতুল কদরের সন্ধানে রাত জেগে ইবাদত করার জোর তাগিদ দিতেন। একদিন আম্মাজান আয়শা সিদ্দিকা (রা.) বলেন, হে আল্লাহর রাসুল! কদরের রাতের ইবাদতের জন্য আপনি এত গুরুত্ব দিচ্ছেন, সে রাত পেয়ে গেলে আমি কী দোয়া করব?

জবাবে নবীজি (সা.) বলেন, হে আয়শা! যদি তুমি লাইলাতুল কদর পেয়ে যাও, তাহলে মনে প্রাণে এ দোয়া বেশি করে পড়বে-

আল্লাহুম্মা ইন্নাকা আফুউ-উন, তুহিব্বুল আফওয়া। ফা-ফু আন্নি।

অর্থ: হে আল্লাহ! অবশ্যই তুমি ক্ষমাশীল। ক্ষমা করতে তুমি ভালোবাসো। আমাকে ক্ষমা করে দাও। বুখারি।

গুগল নিউজে আমাদের প্রকাশিত খবর পেতে এখানে ক্লিক করুন...

খেলাধুলা, তথ্য-প্রযুক্তি, লাইফস্টাইল, দেশ-বিদেশের রাজনৈতিক বিশ্লেষণ সহ সর্বশেষ খবর