advertisement
আপনি দেখছেন

বাড়তি নিরাপত্তা সুবিধা আসছে অ্যান্ড্রয়েডে। বিশ্বের জনপ্রিয়তম মোবাইল অপারেটিং সিস্টেমের আগামী সংস্করণে স্বয়ংক্রিয় সুবিধাসহ যুক্ত থাকবে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। সহজ কথায় যাকে ডাটা এনক্রিপশনও বলে। এই সুবিধার ফলে কোনো হ্যাকার গ্রুপ বা অন্য কেউ ব্যবহারকারী অনুমোদন ব্যতিত ডিভাইসের কোনো ডাটা একসেস করতে পারবে না।

সম্প্রতি নতুন অপারেটিং সিস্টেম আইওএস-এইট উন্মোচন করেছে অ্যাপল। এটিতে ডাটা এনক্রিপশন যুক্ত করা হয়েছে। আইওএস-এইট রিলিজের দিন দুয়েক পরই গুগল জানিয়েছে অ্যান্ড্রয়ডের পরবর্তী সংস্করণেও ডাটা এনক্রিপশনের সুবিধা যোগ করা হবে।

মোবাইল ডিভাইসে ইন্টারনেট ভিত্তিক হ্যাকারদের আক্রমণ ও সরকারী সংস্থাসমূহের নানা নজরদারিতা ঠেকাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জানা গেছে, অ্যান্ড্রয়েডের চলমান সংস্করণগুলোতেও ডাটা এনক্রিপশনের সুযোগ আছে। তবে বেশির ভাগ গ্রাহকেই অপশনটি ব্যবহারের উপায় জানেন না। ফলে পরবর্তী সংস্করণের অ্যান্ড্রয়েডে সুবিধাটা প্রথম থেকেই সচল করা থাকবে। যাতে আলাদাভাবে ব্যাবহারকারীকে চালু করতে না হয়।