advertisement
আপনি দেখছেন

বাজারে আসছে শাওমি পরিবারের নতুন সদস্য রেডমি এস২। আগামী ১০ মে নতুন এই সাশ্রয়ী স্মার্টফোনটি উন্মোচন করা হতে পারে। চীনা ওয়েবসাইট ওয়েইবো এমনটিই জানিয়েছে।

redmi s2

বাজেট সাশ্রয়ী এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরি এমআইইউআই অপারেটিং সিস্টেমে চলবে। রয়েছে ৭২০–১৪৪০ পিক্সেল রেজল্যুশনের ৫ দশমিক ৯৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লে রেশিও ১৮:৯।

এছাড়া থাকবে ৩ গিগাবাইট র্যামের এ স্মার্টফোনে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর ব্যবহার করা এই স্মার্টফোনটিতে রয়েছে ডুয়াল ক্যামেরা। স্মার্টফোনের পেছনে ১২ ও ৫ মেগাপিক্সেলের দুটি সেন্সর রয়েছে। এছাড়া ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা হয়েছে ১৬ মেগাপিক্সেলের সেন্সর।

আছে ৩ দশমিক ৫ মিলিমিটার হেডফোন জ্যাক। আরও আছে ৩০৮০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি, যা দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দেবে।

sheikh mujib 2020