advertisement
আপনি দেখছেন

দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ালটন বড়পর্দার নতুন ফিচার ফোন বাজারে নিয়ে এসেছে। ‘ওলভিও এমএইচ১৭’ মডেলের এই ফোনের গায়ে থাকছে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগ। ফোনটিতে থাকছে উজ্জ্বল রেজল্যুশনের ২.৮ ইঞ্চির বড় পর্দা। ফোনটিতে আরো থাকছে ছবি ও ভিডিও দেখার পাশাপাশি ইন্টারনেট ব্রাউজিং করার সুবিধা। আছে ১ হাজার ৫০০ মিলি-অ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি। ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে মাত্র ১ হাজার ৯০ টাকা।

walton big screen feature phone

এ বিষয়ে ওয়ালটন সেল্যুলার ফোনের বিপণন বিভাগের প্রধান আসিফুর রহমান খান জানান, অধিকাংশ মানুষ এখনো ফিচার ফোন ব্যবহার করছেন। এতে দীর্ঘক্ষণ কথা বলা যায়। ফোনে চার্জও থাকে দীর্ঘ সময়। এর সঙ্গে আমরা যুক্ত করেছি ভিডিও দেখা, ইন্টারনেট ব্রাউজিং করার সুবিধা।

সাশ্রয়ী মূল্যে দেশেই তৈরি এই ফিচার ফোনে ডুয়েল সিম এবং ৩২ গিগাবাইট মেমোরি কার্ড ব্যবহারের সুযোগ। এছাড়া রয়েছে জিপিআরএসযুক্ত ইন্টারনেট, বিল্ট-ইন ফেসবুক, ব্লুটুথ, কি-প্যাড ও টর্চলাইট।

তাছাড়া কল ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, এমপিথ্রি, এমপি ফোর ও থ্রিজিপি প্লেয়ার, এফএম রেডিও, সাউন্ড ও ভিডিও রেকর্ডিংয়ের সুবিধাও রয়েছে স্বল্পমূল্যের এই ফিচার ফোনটিতে।

sheikh mujib 2020