advertisement
আপনি দেখছেন

আগামী ১৭ অক্টোবর নতুন একটি স্মার্টফোন বাজারে আনছে নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস। ফোনটির নাম হবে ওয়ানপ্লাস সিক্স-টি। ফোনটির ট্যাগলাইন দেয়া হয়েছে ‘আনলক দ্য স্পিড’।

11

 ফোনটিতে যা যা থাকছে

ফোনটিতে মূল আকর্ষণ হিসেবে থাকছে ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহারের সুবিধা। সামনে থাকবে ছোট ‘ওয়াটারড্রপ’ নচ, যেমনটা অপ্পো এফ-নাইন ফোনে ব্যবহার করা হয়েছে।

এর পেছনে ১৬ মেগাপিক্সেল ও ২০ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা থাকবে, সামনে থাকবে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা।

প্রসেসর দেয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫, র‌্যাম থাকবে ৬ বা ৮ গিগাবাইট, স্টোরেজ হবে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট।

ওয়ানপ্লাস সিক্সের চেয়ে এটির ডিসপ্লে অন্তত ১০ শতাংশ বড় হবে। ফোনটিতে তারহীন চার্জিং প্রযুক্তি যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফোনটির মূল্য ৫০ হাজার টাকার কাছাকাছি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

sheikh mujib 2020