আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১০ টায় বাজারে আসছে অ্যাপলের তিনটি নতুন আইফোন। সাথে থাকছে আরও নানা ধরনের প্রযুক্তি পণ্য। অ্যাপল পার্কের স্টিভ জবস থিয়েটার থেকে এই উন্মোচন অনুষ্ঠান লাইভে দেখা যাবে অ্যাপলের নিজস্ব ওয়েবসাইটে ও টুইটার অ্যাাকাউন্টে।
গত কয়েক বছরে অ্যাপলের পণ্য উন্মোচন অনুষ্ঠান শুধুমাত্র অ্যাপল ডিভাইসের মাধ্যমে দেখার সুযোগ থাকলেও, এবার মাইক্রোসফটের ডিভাইসের মাধ্যমেও তা দেখা যাবে। সেক্ষেত্রে সাফারি ছাড়াও ব্যবহার করা যাবে মোজিলা ফায়ারফক্স ও গুগল ক্রোম ব্রাউজার।
ধারণা করা হচ্ছে, নতুন আইফোন উন্মোচন করবেন অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক। অনুষ্ঠানে নতুন আইফোনের পাশাপাশি আইপ্যাড প্রো, বড় ডিসপ্লের অ্যাপল ওয়াচ, রেটিনা ডিসপ্লের ম্যাকবুক এয়ার, ম্যাক মিনি ডেস্কটপ কম্পিউটার ও এয়ার পাওয়ার ওয়্যারলেস চার্জারের ঘোষণা আসতে পারে।
বিশ্লেষকদের মতে, নতুন আইফোনগুলোর দাম ৬৯৯ মার্কিন ডলার থেকে ৭৪৯ মার্কিন ডলারের মধ্যে হতে পারে। তবে আনুষ্ঠানিক ঘোষণার পরেই এই রহস্যের অবসান ঘটবে।