দক্ষিণ কোরিয়া ভিত্তিক প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নতুন একটি গ্যালাক্সি স্মার্টফোন বাজারে আনতে যাচ্ছে। আগামী ১১ অক্টেবর স্মার্টফোনটি বাজারে আসবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্যামসাংয়ের নতুন এই গ্যালাক্সি ডিভাইসটি আগের তুলনায় বেশি দ্রুত গতির হবে।’ তবে ফোনটির উন্মোচন অনুষ্ঠান কোথায় ও কখন হবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। স্যামসাংয়ের নিজস্ব ওয়েবসাইটে অনুষ্ঠানটি লাইভ দেখানো হবে।
এদিকে স্যামসাংয়ের এই ঘোষণার পর প্রযুক্তির দুনিয়ায় গুঞ্জন শুরু হয়েছে। বিশেষত নতুন গ্যালাক্সি ফোনটির নাম, মডেল এবং সাথে কী কী চমক থাকছে তা নিয়ে। অনেকে বলছেন, স্যামসাং আধুনিক 'ক্রোম নোটবুক' বাজারে আনতে পারে; আবার অনেকের মতে, স্যামসাং উন্নত প্রযুক্তির ভাঁজ করার উপযুক্ত গ্যালাক্সি ফোন আনতে যাচ্ছে।