advertisement
আপনি দেখছেন

এ বছরও আইওএস’র নতুন সংস্করণ প্রকাশ করেছে আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। প্রকাশিত হওয়া ১২তম সংস্করণ ডিভাইসকে আরো গতিশীল করবে। এছাড়া পুরানো ডিভাইসগুলোতেও পারফরম্যান্স বাড়াতে সহায়তা করবে। 

ios 12 developer beta

ওয়াইফাই’র মাধ্যমে অ্যাপলের ডিভাইসে ১২তম সংস্করণটি ইন্সটল করা যাচ্ছে। অথবা আই-টিউন থেকে ম্যাক অথবা উইন্ডোজ সমৃদ্ধ ডিভাইসেও ডাউনলোড করে ইন্সটল হবে।

সংস্করণটি আইফোন ফাইভে ও সিক্স এস এবং এর পরবর্তী সকল আইফোনে ইন্সটল করা যাবে। এছাড়া আইপ্যাড এর ফাইভ ও সিক্স জেনারেশন এবং আইপ্যাড টাচ এর সিক্স জেনারেশনে সংস্করণটি যুক্ত করা যাবে।

sheikh mujib 2020