ক্রেডিট কার্ডের মতোই হালকা-পাতলা স্মার্টফোন বাজারে নিয়ে আসছে জাপানের টেলিকম জায়ান্ট এনটিটি ডকেমো। কেওসেরা কেওয়াই-০১ এল নামের এই ফোনটিকে বিশ্বের সবচেয়ে হালকা ও পাতলা ফোরজি ফোন বলা হচ্ছে। আগামী মাসেই এটি বাজারে আসবে বলে ধারণা করা হচ্ছে।
ফোরজি এলটিই সাপোর্ট করা এই স্মার্টফোনটির ডিসপ্লে মাত্র ২ দশমিক ৮ ইঞ্চি। তবে মজার ব্যাপার হচ্ছে, এটির সামনে-পেছনে কোথাও কোনো ক্যামেরা নেই। এছাড়া ফোনটিতে কোনোভাবেই পানি ঢুকবে না। এটি পানি নিরোধক ফোন।
কেওয়াই-০১ এল ফোনে ক্যামেরা না থাকলেও এটিকে স্মার্টফোন বলা হচ্ছে। কারণ এতে আছে বিল্ট ইন ব্রাউজার। আছে ডায়ালার, কনটাক্টস, মেসেজেস, ক্লক, ক্যালকুলেটর, সেটিংস, ব্রাউজার ও ক্যালেন্ডার। তবে ফোনে কোনো অ্যাপস্টোর নেই। স্ট্যান্ডবাই মোডে পাওয়ার ছাড়াই চলতে পারে এটি।
৩৮০ মিলিঅ্যাম্পিয়ারের এই ফোনটির ওজন মাত্র ৪৭ গ্রাম। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, জাপানি মুদ্রায় কেওসেরা কেওয়াই-০১ এল ফোনটির দাম পড়বে ৩২ হাজার ইয়েন। আর বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার টাকা।