এখন থেকে চুরি হয়ে যাওয়া যেকোনো মোবাইল ফোনকে লক করে রাখা যাবে। আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এমন সেবা সেবা চালু করতে যাচ্ছে বলে জানা গেছে।
এছাড়া আগামীকাল ২২ জানুয়ারি থেকে ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপম্যান্ট আইডেন্টি (আইএমইআই) নম্বর ডাটাবেস সেবা চালু করবে বিটিআরসি। এই সেবার মাধ্যমে আইএমইআই ডাটাবেসের মধ্যে ব্যবহারকারীর মোবাইল ফোনের নম্বর, সিম কার্ডের নম্বর এবং জাতীয় পরিচয়পত্রের তথ্যাদি সংরক্ষণ করে রাখা হবে।
এর ফলে কোনো মোবাইল ফোন চুরি হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তায় ওই ফোনটিকে লক করে দেওয়া যাবে। এই সেবা চালু হলে দেশে মোবাইল ফোন চুরি হওয়ার হার কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
একজন গ্রাহক ১৬০০২ নম্বরে মেসেজ পাঠিয়ে তার মোবাইল ফোনের আইএমইআই নম্বরটি ডাটাবেসে সংরক্ষিত হয়েছে কি না তা জেনে নিতে পারবেন।