বার্লিনে চলমান প্রযুক্তিপণ্যের সর্ব বৃহৎ মেলা ও আইএফএ-তে নতুন একটি স্মার্টফোনটি উন্মোচন করেছে বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্যনির্মাতা স্যামসাং। তাদের আনা নতুন এই স্মার্টফোনটির সবিশেষ দিক হলো দুই পর্দা বিশিষ্ট হওয়া।
নতুন এই স্মার্টফোনটির মডেল নাম গ্যালাক্সি নোট এজ। এটি মূলত গ্যালাক্সি নোট-ফোর একটি আলাদা ও বিশেষ সংস্করণ।
নোট এজ-এর পর্দার আকার ৫.৬ ইঞ্চি। ফোনটির পর্দার এক পাশের অংশ বাঁকানোভাবে তৈরি করা হযেছে। যা স্মার্টফোনের ডিজাইনে একেবারেইন নতুন। স্যামসাংয়ের আগে অন্য কোনো নির্মাতা প্রতিষ্ঠান এমন পর্দার স্মার্টফোন তৈরি করেনি। মূল পর্দায় যে কোনো কাজ করার সময় বাঁকানো পর্দায় অন্য কাজ করতে পারবেন এর ব্যবহারকারী।
নোট এজ- উন্মোচন করলেও কবে নাগাদ এটি বাজারে পাওয়া যাবে সে বিষয়ে কিছু বলেনি স্যামসাং। দরদামের বিষয়েও আপাতত মুখ বন্ধ করেছে নির্মাতা প্রতিষ্ঠান।