প্রায় 5000 mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারির স্মার্টফোনটি গত বছরই বাজারে এনেছে প্রযুক্তিপণ্য নির্মাতা আসুস। এই ফোনের অন্যতম আকর্ষণ হচ্ছে টানা দুই দিন ব্যাক আপ। এই একটি কারণে অল্পদিনেই মোবাইল ফোনপ্রেমীদের হৃদয় জয় করে নিয়েছে Asus Zenfone Max Pro M1 ফোনটি।

asus zenfone max pro m1

বছর ঘুরতেই স্মার্টফোনটির দামও কমে এসেছে। কিন্তু ইউজার ফ্রেন্ডলি ফিচারের কারণে এটি নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহ মোটেও কমেনি।

5.99 ইঞ্চি FHD+ ডিসপ্লে সমৃদ্ধ এই ফোনে রয়েছে শক্তিশালী Snapdragon 636 চিপসেট। সাথে আছে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। সেলফি তোলার জন্য আছে 8 মেগাপিক্সেল ক্যামেরা।

ফোনের প্রায় স্টক অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে হওয়ায় মেমোরি নিয়েও খুব বেশি একটা চিন্তা করতে হয় না।

বাজারে দুইটি ধরনে পাওয়া যাচ্ছে Asus Zenfone Max Pro M1 সেটটি। একটিতে আছে 3GB RAM আর 32GB স্টোরেজ। আর অন্যটিতে 4GB RAM আর 64GB স্টোরেজ।

এই ফোনের দাম নিয়ে কারও কোনো অভিযোগ নেই বললেই চলে। অনেক কম টাকায় এই কনফিগারেশনের স্মার্টফোন বাজারে খুব কমই আছে। বাংলাদেশের বাজারে ৮ হাজার ৯৯৯ টাকায় কিনতে পাওয়া যাবে ফোনটি।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.