আইফোনে থার্ড পার্টি এক্সেসরিজ ব্যবহারকারীদের বিরুদ্ধে সতর্কবার্তা উচ্চারণ করেছে নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এখন থেকে আইফোনে অন্য কোনো কোম্পানির কোনো পার্টস লাগালেই অ্যাপল তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে ব্যবহারকারীর কাছে বার্তা পাঠাবে।
বার্তায় বলা হবে, 'এই ফোনে অ্যাপল সমর্থিত পার্টসের অনুপস্থিতি রয়েছে।' আইফোন ১১, আইফোন ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্সের ব্যাবহারকারীরা এই সতর্কীকরণ বার্তা পাবেন।
সাধারণত সেটিংস অপশনে এই বার্তা দেখানো হবে। একইসাথে ব্যবহারকারীকে আসল পার্টস সংগ্রহ করার ব্যাপারে 'চাপ প্রয়োগ' করা হবে।
এর আগে আইফোন এক্সআর, এক্সএস ও এক্সএস ম্যাক্স ব্যাবহারকারীদের এইরকম সতর্কীকরণ বার্তা পাঠানো হয়েছে। এছাড়া আইওএস 13.1 ব্যবহারকারীরাও এই নিয়মের মধ্যে পড়বেন।
অ্যাপলের দেয়া তথ্য অনুযায়ী, থার্ড পার্টির পার্টস ব্যবহার করলে স্ক্রিনের টাচ, কালার কম্বিনেশন এবং লাইট সেন্সরে সমস্যা হতে পারে। এক্ষেত্রে শুধু অ্যাপলের তৈরি জিনিসপত্র ব্যবহার করলেই এই সমস্যা থেকে মুক্তি মিলবে।