সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বাজারে আসছে আইফোনের নতুন সংস্করণ- আইফোন সিক্স। এবার একসাথে একাধিক সংস্করণের আইফোন ছাড়তে পারে অ্যাপল। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা গেছে এমন তথ্য।
নতুন আইফোনের প্রযুক্তি সক্ষমতায় থাকতে পারে এ-এইট প্রসেসর। পর্দার আকার হতে ৪.৭ ইঞ্চি। একাধিক সংস্করণ এলে অন্য অপরটির পর্দা ৫.৫ ইঞ্চির হতে পারে বলেই বিভিন্ন বিশ্বখ্যাত প্রযুক্তি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
নতুন আইফোনের সাথে সাথে অবমুক্ত করা হবে আইফোনের নতুনতম ওপারেটিং সিস্টেম আইওএস-এইটও। একই সাথে নতুন ধারণার প্রযুক্তিপণ্য স্মার্ট ওয়াচও বাজারে আনতে পারে অ্যাপল।