advertisement
আপনি দেখছেন

চলতি বছরের প্রথম তিন মাসে স্মার্টফোন বিক্রির শীর্ষস্থান ফের দখল করেছে দক্ষিণ কোরিয়ার স্যামস্যাং। এ খাতের সবচেয়ে বড় নির্মাতা প্রতিষ্ঠানও এটি। তবে ইতিহাস সৃষ্টির চমক দেখিয়েছে চীনা স্মার্টফোন প্রস্তুবকারী প্রতিষ্ঠান শাওমিও।

samsung galaxy s21

সাম্প্রতিক এক গবেষণা বলছে, সারা বিশ্বে গত তিন মাসে যতগুলো স্মার্টফোন বিক্রি হয়েছে, তার প্রতি পাঁচটির একটি স্যামসাংয়ের। এতে প্রতিষ্ঠানটির বিক্রি বেড়েছে ৬২ শতাংশ।

গত ৩ মাসে ৭ কোটি ৬৫ লাখ স্মার্টফোন বিক্রি করেছে স্যামস্যাং, বাজার হিসাবে ২২ শতাংশ। গ্যালক্সি এস ২১ সিরিজের হাত ধরে প্রতিষ্ঠানটির ব্যবসা বেড়েছে শতকরা ৬৬ ভাগ।

ক্যানালিসের বাজার গবেষণা তথ্য অনুযায়ী, স্মার্টফোন বিক্রিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে আইফোন নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। গত তিন মাসে তারা ৫ কোটি ২৪ লাখ ফোন বিক্রি করেছে।

apple five g iphone 12

ফাইভ জি আইফোন-১২ এর মাধ্যমে এ বছরের কোয়ার্টারে শতকরা ১৫ ভাগ বাজার দখল করেছে অ্যাপল। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে চীনা প্রযুক্তি নির্মাণকারী প্রতিষ্ঠান শাওমি।

বলা হচ্ছে, শাওমি তার স্মার্টফোন বিক্রির ইতিহাসে সবচেয়ে ভালো কোয়ার্টার পার করেছে ২০২১ সালে। প্রতিষ্ঠানটির এই চমক প্রতিদ্বন্দ্বী অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাক লাগিয়ে দিয়েছে।

shaomi gaugin

ক্যানালিসের প্রতিবেদন বলছে, করোনা মহামারি নিয়ন্ত্রণে আসা দেশগুলোর অর্থনীতি সচল হওয়ায় স্মার্টফোন বিক্রির পরিমাণ বেড়েছে। এই হার শতকরা ২৭ ভাগে পৌঁছেছে চলতি বছর।

সংশ্লিষ্টরা বলছেন, গত বছর করোনা মহামারির মধ্যে মানুষ বাসায় থেকে কাজ করায় স্মার্টফোন বিক্রির পরিমাণ বেড়েছে। এ ছাড়া ল্যাপটপ ও ট্যাবলেটসহ ব্যক্তিগত ইলেকট্রনিক যোগাযোগসামগ্রী বিক্রিও বেড়েছে।