ফোল্ডেবল ফোন আনছে গুগল- এই গুজব বেশ আগের। ধারণা করা হয়েছিলো, পিক্সেল ফোল্ড নামে আসতে পারে সেই ফোন। তবে গুজবকে উড়িয়ে দিয়ে ‘পিক্সেল নোটপ্যাড’ নামে আসতে পারে ফোনটি।
ফোল্ডেবল ফোন আনছে গুগল
গুগল এখনও আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করেনি। তবে চলতি বছরের মাঝামাঝি সময়ের মধ্যে ফোনটি উন্মোচিত হবে বলে পরিকল্পনা করেছে প্রযুক্তি জায়ান্ট গুগল।
গুগলের ফোল্ডেবল ফোনের দাম হতে পারে এক হাজার ৪০০ ডলার, যা গ্যালাক্সি জেড ফোল্ড৩ এর চেয়েও ৪০০ ডলার কম।
পিক্সেল নোটবুকে ব্যবহার করা হবে টেনসর চিপ, যা পিক্সেল ৬ সিরিজেও ব্যবহার করা হয়েছে। তবে ক্যামেরার দিক থেকে পার্থক্য থাকবে। থাকতে পারে ১২.২ মেগাপিক্সেল আইএমএক্স৩৬৩ সেন্সর। এছাড়া ১২ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর ও সেলফি তোলার জন্য দুটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে।