advertisement
আপনি দেখছেন

সূর্যগ্রহণের এক বিরল ও অদ্ভুত দৃশ্য 'রিং অব ফায়ার বা অগ্নি গোলক'। এ ধরনের গ্রহণের সময় সূর্য প্রথমে চাঁদ দ্বারা পুরোপুরি অন্ধকারে ঢেকে যায়। এরপর ক্রমে নক্ষত্রের চারপাশে ফুটে ওঠে আগুনের গোলক।

ring of fireবিরল সূর্যগ্রহণ 'রিং অব ফায়ার বা অগ্নি গোলক'

সূর্যগ্রহণের এমন অদ্ভুত দৃশ্য পৃথিবী থেকে সর্বশেষ দেখা গিয়েছিল ১৭২ বছর আগে। ফের এমন বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবীবাসী। চলতি বছরের ডিসেম্বর মাসে মহাজাগতিক এ ঘটনা ফের একবার পর্যবেক্ষণের সুযোগ পাবে মানুষ।

মহাকাশ বিজ্ঞানীরা জানান, আগামী ২৬ ডিসেম্বর পৃথিবী থেকে সরাসরি খালি চোখে দেখা যাবে এ বিশেষ সূর্যগ্রহণ। ওই দিন সূর্যের ৯০ শতাংশের বেশি আড়াই ঘণ্টার জন্য ঢেকে ফেলবে চাঁদ।

ring of fire 2বিরল সূর্যগ্রহণ 'রিং অব ফায়ার বা অগ্নি গোলক'

বাংলাদেশ থেকেও এ সূর্যগ্রহণের অংশ বিশেষ দেখা যাবে। তবে মহাজাগতিক এ দৃশ্য পুরোপুরি দেখতে হলে দেশের মূল ভূখণ্ড থেকে বঙ্গোপসাগরের বেশ কিছুটা দক্ষিণে যেতে হবে। তাছাড়া উত্তরাঞ্চলের তুলনায় দক্ষিণাঞ্চলে অপেক্ষাকৃত ভালো দেখা যাবে বিশেষ এ সূর্যগ্রহণ।

তবে সূর্যগ্রহণের এ দৃশ্যটি সবচেয়ে ভালো দেখা যাবে পশ্চিম ভারত, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে।