মহাশূন্যে ১৪০০ কোটি বছরের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর প্রলয়ঙ্কারী বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় অকল্পনীয়ভাবে উত্তপ্ত গ্যাস বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়েছে। বিস্ফোরণটি ঘটেছে পৃথিবী থেকে ৩৯ কোটি আলোকবর্ষ দূরে গ্যালাক্সি ক্লাস্টার অফিউচুসের কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায়।

space explosionমহাশূন্যে প্রলয়ঙ্করী বিস্ফোরণ

টেলিস্কোপের মাধ্যমে দেখা যায়, ওই এলাকার একটি দানবাকৃতির ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বরের চারপাশে প্রলয়ঙ্কারী বিস্ফোরণটি ঘটেছে। এত বেশি পরিমাণে শক্তি বেরিয়ে এসেছে যে, সবটুকু কণা আর পদার্থ খুইয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছে লাখ লাখ গ্যালাক্সি। সেগুলোকে দেখতে কঙ্কালসার ভূতের মতো মনে হচ্ছে।

বিস্ফোরণে কৃষ্ণগহ্বরের চারপাশে একটা বিশাল শূন্য গর্তের সৃষ্টি হয়েছে। গর্তটি এত বড় যে, তা মিল্কিওয়ে গ্যালাক্সির মতো ১৫টি গ্যালাক্সিকে পাশাপাশি রাখলে যতটা বিশাল দেখা যায় ঠিক ততটাই। আরো সহজ করে বললে ১০০ কোটি সৌরমণ্ডলকে পাশাপাশি রাখলে যতটা জায়গা দখল করে থাকে, গর্তটির আকৃতি ততটাই প্রকাণ্ড।

সম্প্রতি ভারতের পুনের জায়ান্ট মিটার রেডিও টেলিস্কোপ (জিএমআরটি), পশ্চিম অস্ট্রেলিয়ার মুর্চিসন ওয়াইডফিল্ড অ্যার টেলিস্কোপ (এমডব্লিউএ), নাসার চন্দ্র এক্সরে অবজারভেটরি টেলিস্কোপ এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির এক্সএমএম-নিউটন টেলিস্কোপে ধরা পড়েছে এ বিস্ফোরণের ঘটনাটি।

এ ব্যাপারে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স (আইসিএসপি) কর্মকর্তা ও ব্ল্যাকহোল বিশেষজ্ঞ অধ্যাপক সন্দীপ চক্রবর্তী বলেন, এ বিস্ফোরণ যদি মিল্কিওয়ে গ্যালাক্সির কাছাকাছি ঘটতো তাহলে এর আশপাশে থাকা আরো পাঁচ-ছয়টি গ্যালাক্সি তুলার মতো উড়ে যেত।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.