নতুন কমিউনিকেশন স্যাটেলাইট 'তুরস্কাত ৫এ' উৎক্ষেপণের মধ্য দিয়ে তুরস্ক আগামী ৩০ বছরের জন্য মহাকাশের কক্ষপথে নিজেদের অধিকারকে সুরক্ষিত করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

turkey president erdoan russiaতুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান

আজ শুক্রবার স্যাটেলাইট টেকনোলজিস সপ্তাহের বিশেষ অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এ কথা জানান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, তুরস্কের নিজস্ব উৎপাদিত প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট 'তুরস্কাত ৫এ' আগামী ২০২২ সালে কক্ষপথে স্থাপন করা আমাদের লক্ষ্য।

তুরস্ক তার দেশীয় উচ্চ-রেজোলিউশন পর্যবেক্ষণ স্যাটেলাইট আইএমইসিইটি আগামী বছর মহাকাশে প্রবর্তনের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

turksat 5a satelliteনতুন কমিউনিকেশন স্যাটেলাইট 'তুরস্কাত ৫এ'

নতুন কমিউনিকেশন স্যাটেলাইট 'তুরস্কাত ৫এ' উৎক্ষেপণের কথা উল্লেখ করে এরদোয়ান বলেন, এর মধ্য আমরা মহাকাশে সক্রিয় স্যাটেলাইটের সংখ্যা বাড়িয়ে সাতটিতে উন্নীত করেছি।

তুরস্ক শিগগিরই তার ২০২২-২০৩০ জাতীয় মহাকাশ কর্মসূচিও ঘোষণা করবে, যোগ করেন মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী এই নেতা।

এর আগে শুক্রবার সকালে স্পেসএক্স ফ্যালকন৯ রকেট ব্যবহার করে 'তুরস্কাত ৫এ' স্যাটেলাইটটি উৎক্ষেপণ করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স স্টেশন থেকে উৎক্ষেপণ করা হয় এটি।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.