স্টার্টআপ সংস্কৃতিতে বিশ্বের যে কোনো দেশকে ছাড়িয়ে গেছে ভারত। দেশটিতে গত ছয় বছরে স্টার্টআপ বেড়েছে সাড়ে ৭২ হাজার। ভারতের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী সোম প্রকাশ শুক্রবার এ তথ্য প্রকাশ করেছেন। খবর এনডিটিভি।

startups in india rose from 471 to 72993 in six yearsভারতে ছয় বছরে স্টার্টআপ বেড়েছে ৭২ হাজার

ভারতে ২০১৬ সালে স্বীকৃত স্টার্টআপ ছিল মাত্র ৪৭১টি। মাত্র ছয় পর ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তা বেড়ে হয়েছে ৭২ হাজার ৯৯৩টি।

রাজ্যসভায় এক লিখিত জবাবে ভারতের প্রতিমন্ত্রী সোম প্রকাশ বলেন, স্টার্টআপ ও প্রযুক্তি ইকোসিস্টেম যে কোনো দেশের জন্য প্রবৃদ্ধির চালিকাশক্তি। সেজন্যই ২০১৬ সালের ১৬ জানুয়ারি ‘স্টার্টআপ ইন্ডিয়া’ কর্মসূচি চালু করে ভারত সরকার। লক্ষ্য ছিল, স্টার্টআপ সংস্কৃতিকে লালন করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উদ্যোক্তাদের সমর্থন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি।

সোম প্রকাশ আরও জানান, ৫৬টি বৈচিত্র্যময় খাতের স্টার্টআপ স্বীকৃতি দিয়েছে ভারতের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগ (ডিপিআইআইটি)। রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিশ্লেষণের মতো উদীয়মান প্রযুক্তি সম্পর্কিত সাড়ে চার হাজার স্টার্টআপ স্বীকৃতি পেয়েছে।

ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ (ডিএসটি) ২০১৬ সালে ন্যাশনাল ইনিশিয়েটিভ ফর ডেভেলপিং অ্যান্ড হার্নেসিং ইনোভেশনস নামে একটি কর্মসূচি শুরু করে, যা সফল স্টার্টআপের ধারণা ও উদ্ভাবনকে (জ্ঞান-ভিত্তিক এবং প্রযুক্তি-চালিত) সমর্থন করে পরিচালিত হয়।

এ কর্মসূচির আওতায় উদ্যোক্তা হতে আগ্রহী শিক্ষার্থীদের ফেলোশিপ থেকে শুরু করে বিভিন্নভাবে আর্থিক সহায়তা করা হয়। এসব উদ্ভাবনী প্রোটোটাইপের বিকাশে দেড় কোটি রুপি পর্যন্ত অনুদান দেওয়া হয়েছে।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.