বাইরের গরম থেকে বাসায় ঢুকে এসির রিমোট খুঁজে পাচ্ছেন না বলে রেগে যাওয়ার দিন বোধহয় শেষ হচ্ছে! দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ভয়েস কমান্ড গ্রহণ করতে পারে এমন এসি তৈরি করেছে। ফলে রিমোট খুঁজে না পেলেও এসি অন করতে আর সমস্যা হবে না।
সম্প্রতি ওয়ালটন জানিয়েছে, তারা এমন একটি এসি তৈরি করেছেন, যেটিকে ভয়েস কমান্ড দিয়ে চালানো যাবে। একই সাথে “ওশেনাস সিরিজের” এই এসিগুলোতে বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তির ইনভার্টারও ব্যবহার করা হয়েছে।
ওয়ালটন জানিয়েছে, “হ্যালো ওয়ালটন” বললে এই সিরিজের এসিগুলো অ্যাকটিভ মোডে চলে যাবে এবং “এসি স্টার্ট” বললে এসিগুলো চালু হবে, “কুল মোড” বললে এসি ঘর ঠাণ্ডা করার মোডে চলে যাবে
এ ছাড়া তাপমাত্রা কমাতে বাড়াতে “টোয়েন্টি ডিগ্রি” বা প্রয়োজনীয় ডিগ্রির পরিমাণ সংখ্যায় উচ্চারণ করলেই হবে। এসি বন্ধ করতে চাইলে “এসি অফ” বললেই হবে। একটি কমান্ড দেওয়ার তিন সেকেন্ড পর অন্য কমান্ড দেওয়া যাবে।
দেশের বাজারে ওয়ালটনের আগে আর কোনো প্রতিষ্ঠান ভয়েস অ্যাকটিভ এসি আনেনি। ওয়ালটন আশা করছে, নতুন প্রযুক্তির এই এসি বাংলাদেশের ক্রেতাদের দারুণভাবে আকৃষ্ট করবে।