advertisement
আপনি দেখছেন

দক্ষিণ পূর্ব এশিয়াকে উত্তর আমেরিকার সাথে সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে গুগল ও ফেসবুক। এই দুই প্রযুক্তি জায়ান্ট নতুন উদ্যোগে যুক্ত করছে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরকে।

facebook google to improve internet of south east asia

এই উদ্যোগে দুই প্রযুক্তি জায়ান্টের সাথে যোগ দেবে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের আঞ্চলিক মোবাইল ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানও। উদ্যোগটির মূল উদ্দেশ্য হলো দক্ষিণ পূর্ব এশিয়াকে ইন্টারনেটের সর্বোচ্চ গতির হাইওয়েতে উত্তরণ করা।

এর আগে ফেসবুক হংকংকে এই উদ্যোগে যুক্ত করতে চেয়েছিলো। কিন্তু সরকারি নজরদারির শঙ্কায় তা করা হয়নি।

ফেসবুক জানিয়েছে, এই উদ্যোগেই প্রথমবার ইন্দোনেশিয়ার সাথে উত্তর আমেরিকার সরাসরি সংযোগ ঘটবে।

এই প্রকল্পটি ২০২৩ সালের মধ্যে সম্পূর্ণ হবে। ইন্দোনেশিয়া প্রকল্পটি বাস্তবায়নে গুগলের সাথে কাজ করবে এক্সএল অজিয়াটা।

ইন্দোনেশিয়ার মোট জনসংখ্যার ৭৩ শতাংশই ইন্টারনেট ব্যবহার করে এবং তাদের মধ্যে বেশির ভাগই মোবাইল ডাটা ব্যবহার করেন।

১০ শতাংশের কম ব্যবহারকারি ফিক্সড-লাইন ব্রডব্যান্ড ব্যবহার করেন।

পাবলিক ওয়াফাই হটস্পট উন্নত করার উদ্দেশ্যে ফেসবুক ইন্দোনেশিয়ায় ৩০০০ কিলোমিটার দীর্ঘ ক্যাবল ইন্টারনেট ছড়িয়ে দেবে।

ধারণা করা হচ্ছে, এই উদ্যোগের ফলে দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্টারনেটের গতির চিত্র পুরোপুরি বদলে যাবে। ভারতীয় উপমহাদেশে এই উদ্যোগের কোনো সুফল মিলবে কি না বা ভবিষ্যতে এই অঞ্চলে এই প্রকল্পের ইন্টারনেট পাওয়ার সম্ভাবনা আছে কি না, সে বিষয়ে গুগল বা ফেসবুকের পক্ষ থেকে কিছু বলা হয়নি।