advertisement
আপনি দেখছেন

ইলন মাস্ক ও তার সংস্থা স্পেসএক্স আবারো ব্যর্থ হলো তাদের স্টারশিপকে মঙ্গল গ্রহে পৌঁছাতে। পরীক্ষমূলক উড্ডয়নের সময় সেটি আবারো ভেঙে পড়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জার্মান গণমাধ্যম ডয়চে ভেলে।

elon mask starship explodeফের ভেঙে পড়লো ইলন মাস্কের রকেট

এর আগে চলতি মাসের শুরুতে ইলন মাস্ক আশা প্রকাশ করেছিলেন যে, ২০৩০ সালের অনেক আগেই তার স্টারশিপ মঙ্গল গ্রহে পৌঁছে যাবে। কিন্তু তার সেই এস১১ প্রটোটাইপ রকেটটি আবারো পরীক্ষামূলক উড্ডয়নের সময় ভেঙে পড়লো। এ নিয়ে চার বার ভেঙে পড়লো এটি।

ডয়চে ভেলে জানিয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ টেক্সাস থেকে এস১১ প্রটোটাইপের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয়। কিন্তু কয়েক মিনিট পরই বন্ধ হয়ে যায় রকেটের ক্যামেরা। এর পর ভিডিওতে দেখা যায়, মাটিতে পড়ছে স্পেসশিপের অংশ বিশেষ। এ সময় শোনা যায় বিস্ফোরণের শব্দও।

elon maskইলন মাস্ক

এ বিষয়ে ইলন মাস্ক বলেছেন, রকেটটি যখন উপরে উঠছিল তখন এটির দুই নম্বর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। আর নামার সময় অপারেটিং চেম্বারে যতটা প্রেশার থাকা দরকার, সেটা ছিল না।

তিনি আরো বলছেন, তত্ত্বগতভাবে এটা হওয়ার কথা না। তবে ভেঙে পড়া রকেটের টুকরোগুলো পরীক্ষা করে এর কারণ সম্পর্কে জানা যাবে।