চীনের জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক এবার তাদের অ্যাপে যুক্ত করতে যাচ্ছে নতুন ফিচার অনলাইন ভিডিও গেম। মূলত বিজ্ঞাপন থেকে আয় বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত শুধু ভিয়েতনামে ফিচারটি চালু করা হচ্ছে। পরিকল্পনা সফল হলে পর্যায়ক্রমে অন্য দেশেও চালু করা হবে এই গেমিং ফিচার।
টিকটক, ফাইল ছবি
টিকটক জানিয়েছে, বর্তমানে প্রতি মাসে টিকটকের নিয়মিত ব্যবহারকারীর সংখ্যা একশো কোটির বেশি। নিজস্ব প্ল্যাটফর্মে গেম খেলার ফিচার যোগ হলে বিজ্ঞাপন থেকে আয় বাড়বে প্রতিষ্ঠানটির। ব্যবহারকারীরাও টিকটকে আরও বেশি সময় ব্যয় করবে।
ভিয়েতনামে মোট স্মার্টফোন ব্যবহারকারীর ৭০ শতাংশের বয়স ৩৫ বছরের নিচে। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে। দেশটিতে টিকটক ব্যবহারকারীর সংখ্যা প্রচুর, সে কারণেই গেমিং ফিচারটি সবার আগে ভিয়েতনামে চালু করা হচ্ছে।
টিকটকের এক মুখপাত্র জানিয়েছেন, এইচটিএমএল ৫ গেম আনার পরিকল্পনা করেছে সংস্থাটি। বিভিন্ন থার্ড পার্টি গেমিং সংস্থার সঙ্গে ইতোমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।