advertisement
আপনি পড়ছেন

জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে বিশ্বের সকল টেলিকম কোম্পানিকে পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশের গ্রামীণফোন কোম্পানি। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে গবেষণা করা সোশ্যালবেকার্সের তথ্যমতে, ফেসবুকে অনুসরণকারীর সংখ্যার দিক দিয়ে বিশ্বের শীর্ষস্থানে অবস্থান করছে বাংলাদেশের গ্রামীণফোন।

grameen phone logo

বর্তমানে ছয় কোটি ৩৮ লাখ গ্রাহক রয়েছে গ্রামীণফোনের। আর ফেসবুকে তাদের অনুসারী (ফ্যান) প্রায় ১ কোটি ৩০ লাখ। সোশ্যালবেকার্সের র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থান রয়েছে ভারতের টাটা ডোকোমো। যাদের ফেসবুক ফ্যান ১ কোটি ২৯ লাখ। তালিকায় তৃতীয় অবস্থানে মিশরের ভোডাফোন। যাদের ফেসবুকে অনুসারী ১ কোটি ১২ লাখ।

আজ রোববার গ্রামীণফোনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১২ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ফ্যান ছিল এক লাখ। গত কয়েক বছরে গ্রাহকদের সঙ্গে তাদের নানাভাবে যোগাযোগ বেড়েছে। বর্তমানে নিজেদের অফিসিয়াল পেজটিকে গ্রাহকসেবার প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার পরিণত করেছে। গ্রাহকরা ডিজিটাল সেবা পাচ্ছেন।

গ্রামীণফোনের ডিরেক্টর মার্কেটিং সোলায়মান আলম জানান, 'নিরবচ্ছিন্নভাবে গ্রাহকদের সঙ্গে ডিজিটাল পদ্ধতিতে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। আমাদের প্রচেষ্টার অন্যতম স্বীকৃতি এই অর্জন। গ্রাহকদের পছন্দের ডিজিটাল পার্টনার হওয়াই আমাদের লক্ষ্য।'

জানা গেছে, গ্রামীনফোন ছাড়াও বাংলাদেশের আরও দুটি মোবাইল ফোন অপরেটর সোশ্যালবেকার্সের টেলিকম র‌্যাংকিংয়ের শীর্ষ দশে রয়েছে। অনুসারীর সংখ্যা বিবেচনায় তালিকায় বাংলালিংক রয়েছে চতুর্থ অবস্থানে; আর রবি রয়েছে ছয় নম্বরে।