advertisement
আপনি পড়ছেন

মোবাইল অপারেটর বাংলালিংকের মালিকানা কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে নেদারল্যান্ডসভিত্তিক মোবাইল ফোন ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ভিওন। মঙ্গলবার এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি এ প্রস্তাবের কথা জানায়।

banglalink logo

ওই বিবৃতিতে বাংলালিংক ছাড়াও পাকিস্তানের মোবাইল অপারেটর জাজ -ও কিনে নেয়ার প্রস্তাব করে এই প্রতিষ্ঠানটি। তবে বাংলাদেশে বাংলালিংক নয়, বাংলালিংকের মালিকানা প্রতিষ্ঠান গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের মালিকানা বদল হবে।

ভিওন জানায়, ২০১৮ সালের শেষ প্রান্তিকে মালিকানা বদলের ব্যাপারে গ্লোবাল টেলিকম হোল্ডিংয়ের সাথে লেনদেনটি সম্পূর্ণ হতে পারে। এরইমধ্যে দুই কোম্পানির জন্য সম্মিলিতভাবে ২৫৫ কোটি ডলার প্রস্তাব করা হয়েছে।

উল্লেখ্য, বাংলালিংকের মালিকানা কোম্পানির নাম টেলিকম ভেঞ্চারস লিমিটেড। এটির শতভাগ শেয়ারের মালিক গ্লোবাল টেলিকম হোল্ডিং। আবার গ্লোবাল টেলিকমের ৫২ শতাংশ শেয়ারের মালিক ভিওন।

মালিকানা বদলের ব্যাপারে বাংলালিংকের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (কর্পোরেট কমিউনিকেশনস) অঙ্কিত সুরেকা বলেন, এটি পুরোপুরিই মালিকপক্ষের ব্যাপার। বাংলালিংকের ব্যবসা আগের মতোই চলবে।