আজ রাত ১২টা থেকে মোবাইল ফোনের নতুন কলরেট চালু হচ্ছে। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে কোনো মোবাইল ফোন অপারেটর ৪৫ পয়সার নিচে এবং দুই টাকার ওপরে কোনও কলরেট নির্ধারণ করতে পারবে না।
ইতোমধ্যেই দেশের সব মোবাইল ফোন অপারেটরকে এই নির্দেশনা পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। নির্দেশনায় ১৪ তারিখ থেকে নতুন কলরেট কার্যকরের কথা বলা হয়েছে।
বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক জানান, এখন থেকে আর মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে অফনেট ও অননেট সুবিধা থাকছে না। কলরেটের নতুন সীমা সর্বনিম্ন ৪৫ পয়সা। আর সর্বোচ্চ সীমা ২ টাকা।
বিটিআরসি কর্তৃক নির্ধারিত বর্তমান কলরেট হচ্ছে, অননেট চার্জ প্রতি মিনিট সর্বনিম্ন ২৫ পয়সা ও অফনেট ৬০ পয়সা। সর্বোচ্চ চার্জ প্রতি মিনিটে ২ টাকা। নতুন নির্দেশনায় অননেট ও অফনেটের বিষয়টি বাদ দিয়ে সব অপারেটরে ফোন দেয়ার ক্ষেত্রে একই কলরেট রাখা হয়েছে। তবে মোবাইল ফোন অপারেটররা চাইলে এই সীমার মধ্যে থেকে তাদের ইচ্ছানুযায়ী কলরেট নির্ধারণ করতে পারেবে।
উল্লেখ্য, অননেট হলো একই মোবাইল নেটওয়ার্কে কথা বলা এবং অফনেট কল হলো এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে ফোন করা।