advertisement
আপনি পড়ছেন

মেট্রোরেল প্রকল্পের কাজের জন্য ১৭ থেকে ১৯ আগস্ট রাজধানীর কিছু এলাকায় টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস সাময়িক বিঘ্নিত হতে পারে। মঙ্গলবার বিটিসিএল’র পক্ষ থেকে মহা-ব্যবস্থাপক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মাদ মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

internet high speed

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রোরেল প্রকল্পের কাজের স্বার্থে প্রেসক্লাব এলাকা’র বিটিসিএলের ভূ-গর্ভস্থ ক্যাবল নিরাপদ দূরত্বে স্থানান্তর করতে হচ্ছে। ক্যাবল স্থানান্তর কাজ চলাকালে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট, পিডব্লিউডি ভবন, পররাষ্ট্র মন্ত্রণালয়, সেগুনবাগিচা, তোপখানা রোড ও প্রেস ক্লাব এলাকায় বিটিসিএলের টেলিফোন ও ইন্টারনেট সেবা বিঘ্নিত হতে পারে।

জানা গেছে, ১৭ আগস্ট হতে ১৯ আগস্ট তিন দিন টেলিফোন ও ইন্টারনেট সেবা সাময়িকভাবে বিঘ্নিত হবে। সাময়িক এই সমস্যার কারণে বিটিসিএল’র পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। ইউএনবি।