advertisement
আপনি পড়ছেন

দেশে অবৈধ ভিওআইপি (ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) কল টার্মিনেশনে রাষ্ট্রীয় মোবাইল অপারেটর সংস্থা টেলিটক সবার শীর্ষে। সোমবার (৮ অক্টোবর) বিটিআরসি আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।

btrc pres conferrence

অবৈধ কল টার্মিনেশন প্রতিরোধে গৃহীত কার্যক্রম -শীর্ষক ওই সংবাদ সম্মেলনে বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হকসহ কমিশনের কমিশনার ও মহাপরিচালকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অবৈধ ভিওআইপি শনাক্তে বিদেশ থেকে সর্বাধুনিক মেশিন নিয়ে এসেছে বিটিআরসি। মেশিনের মাধ্যমে চিহ্নিত করার পর দেখা গেছে, বর্তমানে প্রায় আড়াই কোটি মিনিট কল অবৈধ পথে দেশে আসছে। আর এর শীর্ষে রয়েছে টেলিটক।

ওই মেশিন দিয়ে কোন এলাকার কোন বাসা বা অফিসে অবৈধ ভিওআইপি হচ্ছে, যন্ত্রাংশ কোন আলমারি বা ড্রয়ারে আছে তাও চিহ্নিত করা সম্ভব। এ কারণে সম্প্রতি অবৈধ ভিওআইপি কল ধরা সম্ভব হচ্ছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

গত ৯ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত বিটিআরসি ও র‌্যাব যৌথভাবে ঢাকার বিভিন্ন স্থান থেকে ১০ হাজারের ওপর সিমসহ ৩৭ লাখ টাকার অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে এবং এ ঘটনায় জড়িত আট জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সম্মেলনের বক্তারা।