গতকাল রোববার একাদশ জাতীয় নির্বাচনের ভোটগ্রহণের পর থার্ড জেনারেশন (থ্রিজি), ফোর্থ জেনারেশন (ফোরজি) ইন্টারনেট নেটওয়ার্ক সেবা চালু হলেও দুই থেকে আড়াই ঘণ্টা পর আবার তা অকার্যকর করা হয়। এখন পর্যন্ত তা আর চালু হয়নি।
ইতোমধ্যে থ্রিজি ও ফোরজি বন্ধ হওয়ার ১৫ ঘণ্টারও বেশি সময় পার হয়েছে। কিন্তু কখন এই সেবা চালু হবে সে ব্যাপারেও কেউ কিছু বলতে পারছেন না।
বিটিআরসির মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক জাকির হোসেন খান বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার পর থেকে মোবাইল ইন্টারনেট সচল রয়েছে।
তবে বিভিন্ন মোবাইল অপারেটরগুলো জানিয়েছে, এখনও তাদের গ্রাহকরা মোবাইল ইন্টারনেট সেবা পাচ্ছেন না। গতকাল বিকাল সাড়ে পাঁচটার পর থেকে ইন্টারনেট সংযোগ ফিরতে শুরু করলেও কিছুক্ষণ পর আবার তা বন্ধ করে দেয়া হয়। এখন পর্যন্ত তা আর চালু হয়নি।