advertisement
আপনি পড়ছেন

সিগনিফিকেন্ট মার্কেট পাওয়ার (এসএমপি) ঘোষিত প্রতিষ্ঠান হিসেবে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের কলরেট (ভয়েস) বাড়ছে। এসএমপির অধিভুক্ত হওয়ায় অনেক ধরনের বিধিনিষেধ ও নতুন নিয়ম আসছে গ্রামীণফোনে। অপারেটরটির কলরেট বাড়ানোও তেমন একটি উদ্যোগ। প্রতিষ্ঠানটি প্রতি মিনিটে ৫ পয়সা চার্জ বৃদ্ধি করবে।

grameenphone logo 1

অপারেটরটি কলরেট বাড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. জহুরুল হক। তিনি বলেন, 'দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপরারেটর গ্রামীণফোনের কলরেটে ৫ পয়সা বা ১০ পয়সার একটা ঘাপলা আছে। সেজন্য নিয়ম অনুযায়ী কলরেট ৫ পয়সা বাড়তে পারে।'

মঙ্গলবার বিটিআরসিতে কমিশন বৈঠকে গ্রামীণফোনের এসএমপি বিষয়টি আলোচনার এজেন্ডায় ছিল। সেখানেই কলরেট বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।

জানা গেছে, কমিশন চিঠির মাধ্যমে মোবাইল অপারেটর গ্রামীণফোনকে কলরেট বাড়ানোর বিষয়টি জানাবে। কলরেট বাড়লে গ্রামীণফোনের সর্বনিম্ন কলরেট হবে ৫০ পয়সা। যেটা আগে ছিল ৪৫ পয়সা।