advertisement
আপনি পড়ছেন

নরওয়ের মোবাইল ফোন অপারেটর টেলিনর আর মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা শুরু করেছে। নয়টি দেশের টেলিকম বাজারের দখল নিতে এই পদক্ষেপ নিতে যাচ্ছে গ্রুপ দুটো। এই আলোচনা সফল হলে এশিয়ার টেলিকম ব্যবসায় তারাই হবে একচেটিয়া আধিপত্য বিস্তারকারী।

telenor and axiata

দুই কোম্পানির টেলিকম ব্যবসা ও অবকাঠামো একসাথে করতে নতুন একটি কোম্পানি গঠন করবে নরওয়ের মোবাইল ফোন অপারেটর টেলিনর আর মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ।

উল্লেখ্য, এশিয়ার নয়টি দেশে এই দুই কোম্পানির মোট ৩০ কোটি গ্রাহক রয়েছে।

দুই কোম্পানির চুক্তি চূড়ান্ত হলে ৫৬.৫ শতাংশ শেয়ার নিয়ে টেলিনর নতুন কোম্পানির বড় অংশীদার। আর বাকি ৪৩.৫ শতাংশ শেয়ার আজিয়াটার হাতে থাকবে।

উল্লেখ্য, টেলিনরের মালিকানাধীন গ্রামীনফোন বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর। আর আজিয়াটা কোম্পানির অধীন রবি গ্রাহক সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশে।

বাংলাদেশে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বর্তমানে ৭ কোটি ৪০ লাখ, যা দেশের মোট মোবাইল ফোন সেবাগ্রহীতার ৪৬ শতাংশের বেশি। আর রবির সেবাগ্রহীতার সংখ্যা ৪ কোটি ৭৩ লাখ, যা দেশের মোট গ্রাহক সংখ্যার প্রায় ৩০ শতাংশ।