সম্প্রতি গ্রাহকদের দাবীর কারণে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার বিভিন্ন প্যাকেজের দাম প্রায় ৩৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। পাশাপাশি ইন্টারনেটের গতির দিকটিও ঠিক রাখার আশ্বাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

btcl internate logo

গতকাল বিটিসিএলের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মীর মোহাম্মদ মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। হ্রাসকৃত ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম আজ থেকে কার্যকরা হবে বলেও বিজ্ঞাপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিটিসিএলের ফোনে কথা বলা ও একইসঙ্গে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের সুবিধাসহ বিকিউব (এডিএসএল) সার্ভিসের বিভিন্ন প্যাকেজে এ পরিবর্তন হচ্ছে।

জানা গেছে হ্রাসকৃত দামে ২৫৬ কেবিপিএস স্পিডের বিকিউব ইনফিনিটি ২৫৬ প্যাকেজের মাসিক চার্জ ৪৫০ টাকার স্থলে নতুন চার্জ হবে ৩০০ টাকা। বিকিউব ইনফিনিটি ৫১২ প্যাকেজের স্পিড থাকবে ৫১২ কেবিপিএস। এই প্যাকেজের আগের মাসিক চার্জ ছিল ৭৫০ টাকা। এর নতুন চার্জ হবে ৫০০ টাকা। ১ এমবিপিএস স্পিডের বিকিউব ইনফিনিটি ১০০০ প্যাকেজের আগের মাসিক চার্জ ছিল ১১৫০ টাকা। কিন্তু দাম কমানোর পর এর চার্জ হবে ৭০০ টাকা।

এছাড়া দেড় এমবিপিএসের বিকিউব ইনফিনিটি ১৫০০ প্যাকেজের আগের মাসিক চার্জ ১৬০০ টাকার স্থলে ১০০০ টাকা হবে নতুন চার্জ এবং প্রতিটি প্যাকেজ মূল্যের উপর পনেরো শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।

নতুন এ প্যাকেজগুলো চালু হওয়ায় ডেটা লিমিট বা ভলিউম চালু কলেই আগের সব প্যাকেজ স্বয়ংক্রিয়ভাবে পরবর্তন হয়ে যাবে। এর ফলে গ্রাহকরা এখন বিভিন্ন প্যাকেজে সীমাহীন ডেটা ব্যবহারের সুযোগ পাবেন।

 

আপনি আরো পড়তে পারেন 

কর্মী অসন্তোষের জেরে বাংলালিংকের সকল কার্যালয় বন্ধ!

এবার সিম নিবন্ধন তদারকিতে মাঠে নামছে বিটিআরসি

সারাদেশে বিনামূল্যে ওয়াইফাই সেবা দিবে 'আমরা'

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.