দেশে ৪-জি নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেটের সুবিধা সম্প্রসারিত হয়েছে উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, এর ফলে স্মার্টফোন ব্যবহারকারীর ৮৫ থেকে ৯০ শতাংশে উন্নীত হবে শিগগিরই। আজ শনিবার এক ভার্চুয়াল অনুষ্ঠােন এ কথা বলেন তিনি।

smartphone picস্মার্টফোন ব্যবহার, ফাইল ছবি

বিসিএস কম্পিউটার সিটি প্রতিষ্ঠার ২২ বছর উপলক্ষে চার দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। এ সময় তিনি জানান, দেশের মোবাইলফোন ব্যবহারকারীর ৩৫ শতাংশ স্মার্টফোন ব্যবহার করেন। আগামীতে এই হার পর্যায়ক্রমে ৯০ শতাংশ পর্যন্ত উন্নীত করতে চায় সরকার।

এ জন্য জনগণকে ডিজিটাল প্রযুক্তিতে সম্পৃক্ত করার সঙ্গে প্রযুক্তি শিক্ষাও অপরিহার্য মন্তব্য করেন মোস্তাফা জব্বার। তিনি বলেন, এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি বিসিএসসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। আধুনিক প্রযুক্তিপণ্যের হাব বিসিএসকে আধুনিক ডিজিটাল ডিভাইসের হাব হিসেবে গড়ে তুলতে হবে।

mustafa jabbar bcsঅনুষ্ঠানে মোস্তাফা জব্বার

চলতি বছরই বাংলাদেশ ৫-জি যুগে প্রবেশ করছে জানিয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, ২০০৮ সালের ৮ জিবিপিএস ইন্টারনেট ব্যান্ডউইডথকে এখন সাড়ে ২৬ শ-তে উন্নীত করা হয়েছে। বঙ্গবন্ধুর বোনা বীজটি ১৯৯৬-২০০১ সালে চারা গাছে রূপান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত ধরে গত ১২ বছরে সেটি মহীরূহে রূপ নিয়েছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএসএস সভাপতি শাহিদ-উল মুনীর, সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি, আহমেদ হাসান জুয়েল, সবুর খান, সাবেক সাধারণ সম্পাদক মুনেম রানা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি ও বিসিএস নেতা ভূইয়া এনাম লেলিন প্রমুখ।

Stay ahead of the curve with the latest news and insights on technology, mobile computing, laptops, and outer space. Our team of expert writers brings you in-depth analysis of the latest trends and breakthroughs, along with hands-on reviews of the newest gadgets and devices. From the latest smartphones to the mysteries of the cosmos, we've got you covered.