advertisement
আপনি দেখছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান শুক্রবার জানিয়েছেন, ভবিষ্যতে যেকোনো সফরে দলের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তার নির্দেশ দেবেন তারা। শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হওয়ার পর এমন কথা বলেন বিসিবি প্রধান।

bcb president nazmul hasan papon

টাইগার দলের ম্যানেজার খালেদ মাসুদ জানান, হামলার শিকার হওয়া একটি মসজিদ থেকে প্রায় ৫০ গজ দূরে ছিল বাংলাদেশ দলের বাস। এক ভিডিও বার্তায় তিনি গণমাধ্যমকে বলেন, ‘দল খুবই ভাগ্যবান যে চলে আসতে পেরেছে।’

ঢাকায় গণমাধ্যমকে বিসিবি প্রধান বলেন, ‘আমাদের ক্রিকেটার এবং স্টাফ হোটেলে নিরাপদে আছেন। যতদ্রুত সম্ভব আমরা তাদের ফিরিয়ে আনার চেষ্টা করছি।’ 

তিনি বলেন, ‘আমি তামিম, মুশফিক এবং মাহমুদউল্লার সাথেও কথা বলেছি। তারা সবাই নিরাপদে আছে। পরিস্থিতি বিবেচনা করে আমরা তৃতীয় ও শেষ টেস্ট বাতিল করেছি।’

এই ঘটনার পর ক্রিকেট বোর্ড পৃথকভাবে নিরাপত্তার ব্যবস্থা নেবে বলে জানান বিসিবি সভাপতি। ‘এখন থেকে আমরা সফরের আগে যথেষ্ট নিরাপত্তার কথা বলবো। যদি উপযুক্ত নিরাপত্তা না দেয়া হয় তাহলে আমাদের পক্ষে সফর করা সম্ভব হবে না,’ বলেন তিনি।

দলের সাথে নিরাপত্তা বিশেষজ্ঞ পাঠানোর বিষয়টিও বিবেচনা করা হবে বলে জানান ক্রিকেট বোর্ড প্রধান। তিনি বলেন, ‘ভবিষ্যতে আমরা দলের সাথে নিরাপত্তা বিশেষজ্ঞ পাঠানোর বিষয়টি বিবেচনা করবো। অতীতে এটার প্রয়োজন হয়নি। আসলে আমরা প্রয়োজনবোধ করিনি। কিন্তু এখন থেকে বিষয়টি ভিন্ন হবে।’

ঘটনার সময় বাংলাদেশ দলের সাথে কোনো নিরাপত্তাকর্মী ছিল না বলে নিউজিল্যান্ড থেকে প্রাপ্ত খবরে জানা গেছে। ‘আমরা যে ধরনের নিরাপত্তা দেই তেমন নিরাপত্তা নিউজিল্যান্ডে ছিল না। এটা শুধু নিউজিল্যান্ডেই নয়, আমরা যেখানেই যাই সেখানেই এমন নিরাপত্তা পাই,’ যোগ করেন নাজমুল।