advertisement
আপনি দেখছেন
সর্বশেষ আপডেট: 48 মিনিট আগে

আইপিএলে আলজারি জোসেফের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো! হঠাৎ ইনজুরিতে পড়েন মুম্বাই ইন্ডিয়ান্সের কিউই পেসার অ্যাডাম মিলনে। ভারতীয় গণমাধ্যম বলছিল, মিলনের বদলি হিসেবে বাংলাদেশি পেসার রুবেল হোসেনকে নিয়ে ভাবছে মুম্বাই। তবে শেষ পর্যন্ত জোসেফের সঙ্গে চুক্তি করে মুম্বাই।

alzarri joseph 28 run in one over

প্রথমবার আইপিএলে ডাক পাওয়া জোসেফের শুরুটা হয়েছিল সিনেমাটিক। শক্তিশালী সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে অভিষেক। অভিষেক ম্যাচেই মাত্র ১২ রানে ৬ উইকেট তুলে নিয়ে হঠাৎ আলোচনায় উঠে এসেছিলেন ক্যারিবীয়ান পেসার। তবে জোসেফের ‘সুন্দর স্বপ্ন’ ভাঙতে ব একটা সময় লাগেনি।

আজ রাজস্থান রয়্যালসের বিপক্ষে আইপিএল ক্যারিয়ারের তিন নম্বর ম্যাচটা খেলতে নেমে মুদ্রার ওপিঠ দেখতে হলো জোসেফকে। রাজস্থানের ১৩তম ওভারে ইংলিশ ব্যাটসম্যান জস বাটলার রীতিমতো ‘গলির বোলার’ বানিয়ে ছাড়েন জোসেফকে।

ওভারের প্রথম বল গ্যালারিতে আছড়ে ফেলেন বাটলার। পরের চার বলে টানা চারটি চার। ওভারের ষষ্ঠ বলে আবারও ছক্কা। অর্থাৎ ৬ ৪ ৪ ৪ ৪ ৬! জোসেফের ওই ওভার থেকে মোট ২৮ রান নিয়েছেন বাটলার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তিন ওভার বোলিং করে ৫৩ রান খরচ করেছেন জোসেফ।

sheikh mujib 2020