advertisement
আপনি দেখছেন

ফিলিপ হিউজের বিদায়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটে বাজছে বেদনার করুণ সুর। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের অধিনায়ক ক্লার্ক থেকে শুরু করে ক্রিকেট সংশ্লিষ্ট এবং সাধারণ নাগরিকরাও কাঁদছেন হিউজের জন্য।

শনিবার সকালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের পক্ষ থেকে হিউজের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মাইকেল ক্লার্ক। লিখিত এক বিবৃতির মাধ্যমে শ্রদ্ধা জানান ক্লার্ক। বিবৃতির লেখা পড়া অবস্থায় অশ্রু সংবরণ করতে পারেননি ক্লার্ক। কাঁদতে কাঁদতে সতীর্থের প্রতি নিজেদের ভালোবাসার কথা বলেছেন তিনি।

সিডনি ক্রিকেটা গ্রাউন্ডের মিডিয়া সেন্টারে সংবাদ মাধ্যমের উপস্থিতিতে দলের হয়ে হিউজের প্রতি শ্রদ্ধা জানাতে এসে একাধিকবার থেমে গেছেন ক্লার্ক। টিস্যু দিয়ে চোখ মুছতেও দেখা গেছে তাকে। 

বৃহস্পতিবার পৃথিবী থেকে বিদায় নেওয়া হিউজ ক্লার্ককে নিজের বড় ভাই বলে মানতেন। হয়তো বা এ কারণেই হিউজের মর্মান্তিক মৃত্যু বেশি পোড়াচ্ছে তাকেই। 

এদিকে হিউজের ৬৪ নম্বর ওয়ানডে জার্সি চিরদিনের জন্য তুলে রাখার ঘোষণা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভবিষ্যতে এই জার্সি কাউকে দেওয়া হবে না। হিউজের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে এই নম্বরটি।

sheikh mujib 2020