বসুন্ধরা সিমেন্ট ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে মাত্র ১২৮ রানে অলআউট হয়ে গেছে জিম্বাবুয়ে। তাদের শেষ নয় উইকেটের পতন হয়েছে মাত্র ৩৩ রানে! অভিষেকেই হ্যাটট্রিক করেছেন বাঁহাতি স্পিনার তাইজুল। নিজের ষষ্ট ওভারের শেষ বলে এবং সপ্তম ওভারের প্রথম বলে উইকেট নিয়ে হ্যটট্রিক করেন তিনি।
তাইজুলের শিকার হোন পানিয়াঙ্গারা, নিয়ুম্বু ও চাতারা।
বাংলাদেশের হয়ে চার উইকেট নিয়েছেন তাইজুল, অভিষেকেই নিজের কার্যকরিতার প্রমাণ দিয়েছেন তিনি। আর সাকিব নিয়েছেন তিন উইকেট। দুটি উইকেট নিয়েছেন জুবায়ের হোসেন।
৩০ ওভারে মাত্র ১২৮ রানে অলআউট হলেও জিম্বাবুয়ে শুরুটা করেছিলো দুর্দান্ত।
১৭ ওভারে ৯৫ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে বড় স্কোরের ইঙ্গিতই দিচ্ছিলো তারা। কিন্তু আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাদের ব্যাটিং লাইন। বিশেষ করে অভিষিকেই হ্যাটট্রিক করে বিশ্ব রেকর্ড গড়া তাইজুলের সামনে দাঁড়াতেই পারেনি তারা।
সিরিজের প্রথম চার ম্যাচ জিতে ইতোমধ্যেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার কাজ এগিয়ে রেখেছে বাংলাদেশ। বাকি কাজটাও শেষ হয়ে যাবে আজকের ম্যাচটি জিততে। সেটাও প্রায় জেতা শেষ বলেই ধরা যায়!