অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এখন পর্যন্ত নয়বার অংশগ্রহণ করেছে বাংলাদেশ। তাতে সর্বোচ্চ সাফল্য এসেছে ২০০৬ সালে। শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় সে আসরে মুশফিকুর রহিমের বাংলাদেশ হয়েছিলো পঞ্চম। ওই দলে ছিলেন সাকিব আল হাসানও। বাংলাদেশের সেরা ক্রিকেটার মনে করছেন, এবার তার উত্তরসূরিরা ছাড়িয়ে যাবে তাকেও।
সাকিব আশাবাদ ব্যক্ত করে বলেছেন, 'বাংলাদেশের এবারের দলটি অন্য যে কোনো সময়ের চেয়ে সেরা। আশা করছি তারা সেমিফাইনাল তো বটেই, খেলবে ফাইনালেও।'
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি পর্বে সাকিব আল হাসান বর্তমানে অবস্থান করছেন খুলনায়। সেখানেই গতকাল সিটি ইন হোটেলে একটি বেসরকারি এফএম রেডিও ব্রান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হন তিনি। চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানের এক পর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যুবদলের সম্ভাবনা নিয়ে ওই মন্তব্যটি করেন সাকিব।
বাংলাদেশ যুবদল গত এক বছর ধরে দেশে ও দেশের বাইরে দুর্দান্ত পারফর্ম করেছে। যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। গত এক বছরে তাদের সঙ্গে মোট ১৪টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তাতে ১৩টিতেই জিতেছে মেহেদি হাসানের দল।
বিশ্ব চ্যাম্পিয়নদের যারা এভাবে হারিয়েছে, তাদের উপর বিশ্বকাপে একটু বড় আশা করাই যায়। সাকিবের মতো প্রথম বৈশ্বিক শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশের পুরো ক্রিকেটাঙ্গন।