বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে জেল হাজতে যেতে হয়েছে দক্ষিণ আফ্রিকান সাবেক ক্রিকেটার হার্শেল গিবসকে। শেষ খবর পাওয়া পর্যন্ত জেল হাজতেই আছেন তিনি।
পুলিশের সূত্রে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, হার্শেল গিবস খুব সম্ভবত মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। এই সন্দেহ করেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এখনো তার শাস্তি কী হবে তা চূড়ান্ত করা হয়নি। আর আসলেই তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।
এর আগে ২০০৮ সালেও বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বিপদে পড়েছিলেন গিবস। গ্রেপ্তার করা না হলেও পুলিশের অভিযোগে ভালোই হ্যাপা পোহাতে হয়েছিলো তাকে।
গিবস দক্ষিণ আফ্রিকার হয়ে ৯০টি টেস্ট ম্যাচ খেলেছেন। ওয়ানডে খেলেছেন ২৪৮টি। নিজের সময়ে বিশ্বের অন্যতম ব্যাটসম্যান ছিলেন তিনি। গিবস সর্বশেষ টেস্ট খেলেন ২০০৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আর তিনি সর্বশেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামেন ২০১০ সালে ভারতের বিপক্ষে।