advertisement
আপনি দেখছেন

নিয়মিত অধিনায়ককে ছাড়া দুই ম্যাচ খেলা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সাফল্য-ব্যর্থতার হার ফিফটি ফিফটি। দুই ম্যাচের একটিতে হেরে অপরটিতে জিতেছে চট্টগ্রাম। বন্দরনগরীর দলটি তৃতীয় ম্যাচে পাচ্ছেন তাদের নিয়মিত অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদকে।

mahmudullah bpl khulna

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের টিম ম্যানেজম্যান্ট নিশ্চিত করেছেন বিষয়টি। চট্টগ্রামের ফিজিও বায়েজিদুল ইসলাম জানিয়েছেন, আগামী ম্যাচে মাহমুদুল্লাহর খেলতে সমস্যা নেই।

অভিজ্ঞ অলরাউন্ডার হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন ভারত সিরিজের দ্বিতীয় টেস্টে। মুশফিকুর রহিমকে নিয়ে বাংলাদেশের ইনিংস পরাজয় এড়ানোর লক্ষ্যে বেশ ভালোই লড়ছিলেন। রান নেওয়ার সময় হঠাৎ হ্যামস্ট্রিংয়ে টান পান রিয়াদ।

ধারণা করা হচ্ছিল হচ্ছিল বিপিএল শুরুর আগেই ইনজুরি কাটিয়ে উঠবেন। শেষ পর্যন্ত তা হয়নি। দুইটা ম্যাচ মিসই করতে হলো মাহমুদুল্লাহকে। আগামীকাল রংপুর রাইডার্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে চট্টগ্রাম।