advertisement
আপনি দেখছেন

আগামীকাল রোববার শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নতুন নেতৃত্ব, তরুণ দল- সবমিলিয়ে এই সিরিজে নতুন জিম্বাবুয়েকে দেখা যাবে। পরিবর্তনের ধারায় থাকা জিম্বাবুয়ে মাঠে নামার আগে হুমকি দিয়ে রাখল টাইগারদের।

zimbabwe practice session 1

বাংলাদেশের বিরুদ্ধে আক্রমণাত্মক ক্রিকেট খেলার ঘোষণা দিয়ে রাখলেন জিম্বাবুয়ে অধিনায়ক চামু চিবাবা। আজ সিরিজ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে। ছেলেরা শান্ত এবং নির্ভার আছে। আমরা আগ্রাসী ক্রিকেট খেলতে চাই এবং আশা করছি একদিন আমাদের সুযোগ আসবে।‘

আসরটাকে তরুণদের নিজেকে প্রমাণ করার সুযোগ হিসেবে দেখছেন দলটির ভাবি অধিনায়ক। আজ সাংবাদিক বৈঠকে চিবাবা বলেছেন, ‘এই পর্যায়ে খেলাটা তরুণদের জন্য একটা বড় সুযোগ। আমাদের দলটা তারুণ্যনির্ভর, বাংলাদেশেরও তাই। আশা করছি ভাগ্য আমাদের পাশে থাকবে।’

এই সিলেটে টেস্ট ক্রিকেটে শেষবারের দেখায় বাংলাদেশকে হারিয়েছে বাংলাদেশ। যা ওয়ানডে সিরিজের আগে সফরকারীদের দিচ্ছে বাড়তি অনুপ্রেরণা। চিবাবার কথাতেই তা স্পষ্ট, ‘আমরা এখানে টেস্ট ম্যাচ জিতেছিলাম। এই কন্ডিশনে জিততে আমরা অভ্যস্ত। ওটা আমাদের জন্য ছিল বাড়তি পাওনা। যা আমাদের অনুপ্রাণিত করছে।’

বরাবরই ঘরের মাঠে স্পিনবান্ধব উইকেটে খেলে বাংলাদেশ। কিন্তু কদিন আগে ঢাকা টেস্টে জিম্বাবুয়ে চমকে গেছে বাংলাদেশে ‘ভিন্ন ধারা’র উইকেট দেখে। জিম্বাবুয়ের ধারণা এবার ওয়ানডে সিরিজে আগের মতো স্পিন উইকেট পাবে তারা।

সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছেন চিবাবা, ‘বাংলাদেশ দলের বিষয়ে আমরা জানি। সবসময় এখানে স্পিনবান্ধব উইকেট হয়ে থাকে। বাংলাদেশের স্পিন মোকাবেলায় আমরা কঠোর পরিশ্রম করেছি। আমরাও নিজেদের দক্ষতার উন্নতি করে এসেছি।’