advertisement
আপনি দেখছেন

টি২০ সিরিজ জয়ের মাধ্যমে নিউজিল্যান্ড সফর শুরু করেছিল ভারত। এরপর ওয়ানডে এবং টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে। ব্যর্থ ভারতীয় দল ক্রাইস্টচার্চ সিরিজের শেষ টেস্ট হেরেছে ৭ উইকেটে। এর আগে ওয়েলিংটনে প্রথম টেস্টে দশ উইকেটে হেরেছিল ভারত। এই পরাজয়ে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে কোহলির দল। সমালোচকদের সেই তালিকায় এবার যুক্ত হলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।

michael vaughan

ইংল্যান্ডের হয়ে ৮২ টেস্ট খেলা এই ক্রিকেটার টুইটারে লেখেন, ‘যতক্ষণ না পর্যন্ত সুইং বল খেলায় কোহলিরা স্বাচ্ছন্দ্য হচ্ছে, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডে ম্যাচ জিতছে; ততক্ষণ তাদের গ্রেট টিম বলি কী করে!

মূলত পেসারদের সামনে অসহায় আত্মসমর্পণ এবং আড়াই দিনে টেস্ট হারায় ভারতীয় দলের সমালচনা করেন মাইকেল ভন। এখন দেখার বিষয়, ভারতীয় কোনো ক্রিকেটার ভনের এই খোঁচার জবাব দেয় কিনা!

sheikh mujib 2020